ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সাবমেরিন ক্যবল রক্ষণাবেক্ষণ কাজে সাময়িক ব্যাহত হবে ইন্টারনেট সেবা

সাবমেরিন ক্যবল সিস্টেমে (SEA-ME-WE-5) রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের ইন্টারনেট সেবা সাময়িক সময়ের জন্য ব্যাহত হবে। ১৭ এপ্রিল বুধবার গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (SEA-ME-WE-5) রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১৮ এপ্রিল দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত ১ ঘণ্টা ওই ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইডথ পরিষেবা বন্ধ থাকবে। তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে SEA-ME-WE-4সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে গ্রাহকগণ সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে বিজ্ঞপ্তি জানানো হয়।।


গ্রাহকগণের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে  বিএসসিপিএলসি কর্তৃপক্ষ।

ads

Our Facebook Page